নোয়াখালীর ভাসানচর ক্যাম্পে আরও এক হাজার ৬৫৪ রোহিঙ্গা পৌঁছেছে। তাদের মধ্যে মধ্যে ৮৫ রোহিঙ্গা কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন এবং ১৫৫ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তারাও একই জাহাজে ফিরে এসেছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নৌবাহিনীর আটটি জাহাজে তাদের সেখানে আনা হয়।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আসা রোহিঙ্গাদের ৫৭, ৫৮, ৬৮, ৭৯ ও ৮০ নম্বর ক্লাস্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে ১১ দফায় মোট ২২ হাজার ৯৮২ রোহিঙ্গা ভাসানচরে এলো।
ভাসানচরে ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গাড়িতে নির্ধারিত ক্লাস্টারে নেওয়া হয়।
ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম