দেশজুড়ে

৬২৮ লিটার সয়াবিন তেল মজুত রেখে জরিমানা গুনলেন ৮ হাজার

চুয়াডাঙ্গায় বাড়িতে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে রুবেল হোসেন নামে এক দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া বলে, দেশে সয়াবিন তেলের কোনো সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় দোকানি গোলাম রসুলের বাড়িতে অভিযান চালিয়ে ৬২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। গোলাম রসুল চুয়াডাঙ্গা নিচের বাজারের মেসার্স গোলাম স্টোরের স্বত্বাধিকারী। বর্তমানে তার ছেলে রুবেল হোসেন ওই দোকান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম বলেন, অবৈধভাবে বাড়িতে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে রুবেল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুত করা ৬২৮ লিটার সয়াবিন তেল বিক্রির জন্য তার দোকানে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সালাউদ্দীন কাজল/এসজে/জিকেএস