দেশজুড়ে

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যায় একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যার দায়ে আলম প্রামাণিক (৪৪) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আলম প্রামাণিক সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আহাদ বক্সের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান জানান, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের সংগ্রামের সঙ্গে একই গ্রামের আলম প্রামাণিকের বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে চলাফেরা করতেন। ২০১৮ সালের ৫ জুলাই রাতে সংগ্রাম একই গ্রামের বেলালের মুদির দোকানে যান। ওই দোকানের পাশে কেরাম খেলা চলছিল। সেখানে সংগ্রাম রাত ১২টা পর্যন্ত কেরাম খেলা দেখেন। এ সময় আলম প্রামাণিক মোবাইলে সংগ্রামকে ডেকে নিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে গল্প করেন। এক পর্যায়ে আলম প্রামাণিক পূর্ব পরিকল্পনা মোতাবেক ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় সংগ্রামের মা হালিমা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।

আরএইচ/এমএস