দেশজুড়ে

গাজীপুরে তদবির ছাড়াই কনস্টেবল হলেন ৯৪ জন

কোনো প্রকার তদবির ছাড়াই গাজীপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৯৪ জন। বুধবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে গাজীপুর পুলিশ লাইন্স ময়দানে নিয়োগ পাওয়াদের নাম ঘোষণা করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ড কমিটি।

গাজীপুরের পুলিশ সুপার মো. শফিউল্লাহ সভাপতিত্বে কনস্টেবল পদে নির্বাচিতদের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মনির হোসেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, নন্দিতা মালাকার।

গাজীপুরের পুলিশ সুপার মো. শফিউল্লাহ বলেন, গত ১২ মার্চ গাজীপুর পুলিশ লাইন্স মাঠে শুরু হয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা। এতে গাজীপুর জেলা থেকে অনলাইনে দুই হাজার ৪৪০ জন চাকরিপ্রার্থী ১০০ টাকা করে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে দিয়ে আবেদন করেন। নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ অতিক্রম করে ৬৫৮ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৪৬ জন। তাদের গাজীপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটাপদ্ধতি অনুসরণ করে মেধাঅনুযায়ী ৮০ জন পুরুষ ও ১৪ জন নারীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের তত্ত্বাবধানে অত্যন্ত সততার সঙ্গে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সম্পন্ন করেছে গাজীপুর জেলা পুলিশ।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম