দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ী দল ও ডারবানে টেস্ট ম্যাচের শুরুর অপেক্ষায় থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২৯ মার্চ) রাতে ডারবানের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
প্রীতিভোজে উপস্থিত ছিলেন ওয়ানডে ও টেস্ট দলের সব ক্রিকেটার, দলের কর্মকর্তা ও কোচিং স্টাফসহ তাদের পরিবার। চলতি সিরিজে সফররত সাংবাদিক ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারাও প্রীতিভোজে অংশ নেন।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র ডাইরেক্টর জালাল ইউনুস, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোডের একজন কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন হাইকমিশনার নুর ই হেলাল সাইফুর রহমান। দূতাবাসের পক্ষ থেকে এ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
এমআইএইচ/এমএস