রাজনীতি

এনডিএফ`র হরতাল চলছে

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সোমবার সন্ধ্যার মধ্যে গ্রেফতার না হওয়ায় ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। মঙ্গলবার সকাল থেকে এ হরতাল শুরু হয়।এদিকে হরতালের রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। এছাড়া হরতালের সমর্থনের কোনো পিকেটার চোখে পড়েনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতাও দেখা গেছে।এর আগে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এনডিএফের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু এক সংবাদ সম্মেলনে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার, অন্যথায় হরতালের ঘোষণা দেন।