জাতীয়

খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ রোববার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের ওপর আদেশের দিন আগামী রোববার ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।আবেদনটির ওপর গতকাল সোমবার শুনানি শেষে আজ (মঙ্গলবার) আদেশের জন্য রেখেছিলেন আপিল বিভাগ।