দেশজুড়ে

নড়াইলে পিএসসির প্রশ্নপত্রসহ আটক ৪

নড়াইল শহরের রূপগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র বিক্রির অভিযোগে এক কম্পিউটার দোকানিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এদিকে ওই দোকান থেকে প্রশ্নপত্র প্রিন্টের কাজে ব্যবহৃত একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রূপগঞ্জে ‘এম আর মাসুম কম্পিউটার’ থেকে দোকান মালিক মাসুম বিশ্বাস, কর্মচারী জাহাঙ্গীর হোসেন, প্রশ্নপত্র কিনতে আসা দুই অভিভাবক পৌরসভার কুড়িগ্রাম এলাকার রওশন আরা ও ভাদুলীডাঙ্গার রণজিত বিশ্বাসকে আটক করা হয়।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে চারজনকে আটক করা হলেও দুই অভিভাবক রওশন আরা ও রনজিতকে আসামি করা হবে কিনা, তা এখনো সিদ্ধান্ত হয়নি।