নেপালকে একটি হেলিকপ্টার উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে এখন নেপাল রয়েছেন মোদি।এর আগে মঙ্গলবার সম্মেলনে যোগ দিতে নেপাল পৌঁছেন ভারতীয় প্রধানমন্ত্রী। দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতির অংশ হিসেবে মঙ্গলবার ওই হেলিকপ্টার উপহার দেওয়া হয় বলে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) নেপালের সামরিক অভিযানে ব্যবহৃত হবে। এ ব্যাপারে মোদি বলেন, ‘এটি নেপালের সুরক্ষা ঢাল হিসেবে কাজ করবে।’ধ্রুব মার্ক-৩ মডেলের ওই হেলিকপ্টারটি ভারতের রাষ্ট্রীয় কোম্পানির তৈরি। আসল ধ্রুবের সর্বশেষ ভার্সন এটি। হেলিকপ্টারটি তৈরিতে ৬০ থেকে ৮০ কোটি রূপি খরচ পড়ে। ভারত বর্তমানে এ হেলিকপ্টারটি মালদ্বীপ ও ইকুয়েডরসহ তিনটি দেশে রফতানি করছে। সূত্র: এনডিটিভি।