পদ্মা সেতু কাজ করার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের আগে আমরা চিন্তা করতে পারিনি যে আমাদের নিজস্ব অর্থায়নে এত বড় মেগা প্রকল্প করতে পারি। পদ্মা সেতু আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। এ সেতু দেশের অর্থনৈতিক পরিবর্তনের একটি দিক নির্দেশনা।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ এস কে পি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, পদ্মা সেতুর কারণে দক্ষিণবঙ্গের অর্থনীতিতে বিরাট পরিবর্তন আসবে। এ অঞ্চলের কৃষকের ফলানো ফসল নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। সহজেই ঢাকার বাজারে বিক্রি করতে পারবে। পদ্মার পাড়ে বিভিন্ন মিল-কারখানা নির্মাণসহ বাণিজ্যিকভাবে ব্যাপক উন্নতি হবে। ফলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, ভৌগলিকভাবেই ঢাকার সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো। আমাদের পাশেই পানগাঁও বন্দর, একদিকে পায়রা বন্দর, একদিকে মোংলা বন্দর, আরেকদিকে বেনাপোল স্থলবন্দর। মাঝখানে থাকবে পদ্মা পাড়ের উপজেলাগুলো। তাই দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের অর্থনীতিতেই পরিবর্তন আসবে। তাই এ সেতু আমাদের স্বপ্নের সেতু, অর্থনৈতিক মুক্তির সেতু।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
একে এম নাসিরুল হক/এসজে/জিকেএস