দেশজুড়ে

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। এসমম পাঁচটি বসতঘর ভাঙচুর করা হয়। শুক্রবার (৩ জুন) দুপুর থেকে শহরের সৈদারবালী এলাকায় দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হলেন- সৈদারবালী এলাকার নাজিমউদ্দিন রহমানের ছেলে জিয়াউর রহমান (৪১), মতিউর রহমান হাওলাদারের ছেলে মিনহাজুর রহমান (১৬), শকুনি এলাকার কাজী মাইনুদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৫০) ও শামীম মুনশির ছেলে আসিফ মুনশি (১৩)। বাকিদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে1 পৌর এলাকার সৈদারবালী ও শকুনি এলাকার কিশোরদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে সৈদারবালী এলাকার সেকেন হাওলাদারের ছেলে রোমান হাওলাদার শকুনি এলাকায় গেলে সাগর মুনশি ও তার সহযোগীরা মারধর করে। এর কয়েকদিন পর শকুনি এলাকার তুষার হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।

শুক্রবার দুপুরে শকুনি এলাকার সাগর মুনশির লোকজন হাসপাতালে তুষারকে দেখলে গেলে রোমানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। খবরটি ছড়িয়ে পড়লে সাগর মুনশি ও রোমান হাওলাদারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহামুদ বলেন, সংঘর্ষের ঘটনায় ৮-৯ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এদের মধ্যে টেঁটাবিদ্ধ তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএম নাসিরুল হক/আরএইচ/এএসএম