দেশজুড়ে

মেহেরপুরে কাফনের কাপড় পরে ব্যবসায়ীদের প্রতিবাদ

মেহেরপুর শহরের কোর্ট মসজিদ মার্কেট উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।

দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রেখে রোববার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, কলেজ মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি এমএ কুদ্দুসসহ ব্যবসায়ীরা।

মার্কেট উচ্ছেদের ঘটনায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের অপসারণ দাবি করে সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে মসজিদের উন্নয়ন প্রকল্পে মসজিদ কমিটিকে ২৫টি দোকান বাবদ আড়াই লাখ টাকা দেওয়া হয়। যার রসিদসহ সব প্রমাণ আছে। তাই কোনোভাবেই এগুলো অবৈধ দোকান হতে পারে না। তারপরও আমাদের উচ্ছেদ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, উচ্ছেদে ব্যবসায়ীদের আনুমানিক ১ কোটি ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এজন্য দায়ী জেলা প্রশাসক ও এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি)। তাই তাদের অপসারণ করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

এ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খান জাগো নিউজকে বলেন, সরকারি প্রয়োজনে জমিটি দখলে নিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) মেহেরপুর জেলা মডেল মসজিদের সৌন্দর্য বৃদ্ধি ও সরকারি জমি দখলমুক্ত করতে মেহেরপুর কোর্ট মসজিদ মার্কেট ভবন উচ্ছেদ করে জেলা প্রশাসন। এতে ২৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম