দেশজুড়ে

কেন্দ্রে নৌকায় ভোট দিতে চাপের অভিযোগে নারী মেম্বার আটক

মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে ভোটকক্ষে ঢুকে নৌকায় ভোট দিতে চাপের অভিযোগে সুফিয়া খাতুন নামের এক নারী মেম্বারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক সুফিয়া খাতুন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং বারাদি ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মমিনুল ইসলামের বোন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোটকক্ষে ঢুকে নৌকায় প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ প্রয়োগ করেছিলেন সুফিয়া খাতুন। এ সময় কেন্দ্রে কর্মরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে পুলিশ হেফাজতে দেয়।

মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমঝুপি, বারাদী, পিরোজপুর এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ হচ্ছে ইভিএম পদ্ধতিতে।

আসিফ ইকবাল/এসজে/জেআইএম