যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুরে সাপের কামড়ে জীবন (১২) নামের এক স্কুলছাত্র মারা গেছে। রোববার (২৬ জুন) দুপুর ১টার দিকে গোয়ালঘরের পেছনে খেলা করার সময় এ ঘটনা ঘটে।
জীবন ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে রঘুনাথপুর প্রাথমিক স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।
আব্দুল আজিজ জানান, স্কুল থেকে এসে গোয়ালঘরের পেছনে খেলাধুলা করছিল জীবন। এ সময় একটি বিষধর সাপ পায়ে কামড় দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) রুহুল আমিন জানান, জীবন স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো। সে খুব ভালো ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম