যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী দৌলতপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করেছেন বিজিবির সদস্যরা।
মঙ্গলবার (৫ জুলাই) ভোরে কায়বা বিজিবি ক্যাম্পের টহলদলের সদস্যরা এসব জব্দ করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা ক্যাম্পের নায়েব সুবেদার লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে বিশেষ অস্ত্র চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় দৌলতপুর গ্রামের রাস্তার পাশে কলাবাগানে একটি ব্যাগের মধ্য ভেতর থেকে এসব অস্ত্র, গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়। এগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
মো. জামাল হোসেন/এসজে/এমএস