ফরিদপুরের বোয়ালমারীতে সেপটিক ট্যাংকে পড়ে বিল্লাল শেখ (২৩) নামেরে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এসময় ইস্রাফিল (১৮) মোল্লা নামের আরও একজন আহত হয়েছেন।
রোববার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সাতৈর বাজারের গণেশ সাহার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। বিল্লাল শেখ ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান শেখের ছেলে।
সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে বিল্লাল শেখ নিচে পড়ে যান। এরপর সহযোগী ইস্রাফিল তাকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ বিল্লাল শেখের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস