রাঙ্গামাটিতে লিটন চাকমা (৩৯) নামের মাদক মামলার এক আসামিকে কারাগারে না পাঠিয়ে এক বছরের প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত। বিভিন্ন স্কুল, কলেজ ও মন্দিরে ১০০টি গাছের চারা রোপণ ও হাটবাজারে মাদক বিরোধী প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতনের শর্তে তাকে মুক্তি দেওয়া হয়।
রোববার (১৭ জুলাই) বিকেলে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে এ রায় ঘোষণা করেন।
রায়ে উল্লেখ করা হয়, প্রবেশনে এক বছরের জন্য আসামি সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে থাকবেন এবং তার নির্দেশনে মেনে চলবেন। আসামি কোনো অপরাধে জড়াবেন না, শান্তি বজায় রাখবেন, সদাচরণ করবেন, পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হবেন এবং পারিবারিক বন্ধন বজায় রাখবেন । প্রবেশন কর্মকর্তার অনুমতি না নিয়ে তিনি পেশা ও বাসস্থান পরিবর্তন করতে পারবেন না। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে মেলামেশা করবেন না। স্কুল, কলেজ ও মন্দিরে বিভিন্ন প্রজাতির ১০০টি গাছের চারা রোপণ করবেন। একই সঙ্গে হাটবাজারে মাদক বিরোধী প্রচারণা করে জনগণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করবেন।
শর্ত ভঙ্গ করলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।
মামলায় বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ভবতোষ দেওয়ান জাগো নিউজকে বলেন, ‘আসামি একজন কৃষক ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আগের অপরাধের কোনো রেকর্ড না থাকায় ও আসামি কোনো অভ্যাসগত অপরাধী না হওয়ায় প্রথম অপরাধ বিবেচনায় তাকে এক বছরের প্রবেশনে মুক্তি দেন আদালত।’
এসজে/এমএস