দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন নামে (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পিয়ারাতলা এলাকার মা-বাবা এগ্রো ফুডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. রাকিব হাসান জানান, ফয়সাল দুপুরে মা-বাবা এগ্রো ফুডের পুরাতন একটি বয়লার মেরামতের কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জাগো নিউজকে বলেন, বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সালাউদ্দীন কাজল/এসজে/এএসএম