দেশজুড়ে

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে জাফরপুর এলাকার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

সালাউদ্দীন কাজল/এসজে/এমএস