দেশজুড়ে

অবৈধ বিদ্যুৎ সংযোগ, হোটেল হিল অ্যাম্বাসেডরকে সাড়ে ৩ লাখ জরিমানা

অবৈধভাবে চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার অভিযোগে রাঙ্গামাটি শহরের হিল অ্যাম্বাসেডর নামের একটি আবাসিক হোটেলকে তিন লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে রাঙ্গামাটি বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (২ আগস্ট) ব্যাংকের মাধ্যমে জরিমানার অর্থ জমা দেওয়ার পর পুনরায় সংযোগ দেওয়া হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এরশাদ আলী।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, সোমবার (১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌরসভা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অবস্থিত হোটেল হিল অ্যাম্বাসেডরে অভিযান পরিচালনা করে বিদ্যুৎ বিভাগ। এ সময় তাদের নিয়মিত সংযোগের পাশাপাশি পৃথক একটি অবৈধ সংযোগের মাধ্যমে হোটেলটিতে বিদ্যুৎ সরবরাহ চলছিল। বিষয়টি নিশ্চিত হয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় হোটেলটির। পরে তিন লাখ ৫২ হাজার টাকা জরিমানা করে পুনঃসংযোগ দেওয়া হয়।

তবে জরিমানার বিষয়টি অস্বীকার করেছেন হোটেল হিল অ্যাম্বাসেডরের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দুটি মিটারের মধ্যে একটি দীর্ঘদিন আগে নষ্ট হয়ে যায়। সেটি অফিসকে জানানো হয়নি। অন্য কোনো সমস্যা নেই।’

রাঙ্গামাটি বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এরশাদ আলী বলেন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে শহরের বড় বড় হোটেলগুলোতে অবৈধ সংযোগ আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। হোটেল হিল অ্যাম্বাসেডরে একটি অবৈধ সংযোগ পাই। অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে হোটেলটিকে তিন লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকের মাধ্যমে জরিমানার অর্থ জমা দেওয়ার পর তাদের নতুন সংযোগ দেওয়া হয়।’

হোটেল হিল অ্যাম্বাসেডরের মিটার নষ্ট ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো মিটার নষ্ট ছিল না, সেখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিল। কেন নষ্ট মিটারের কথা বলছেন সেটি উনি জানেন।’

এসআর/জেআইএম