রাঙ্গামাটির কাপ্তাইয়ে মহাবিপন্ন প্রজাতির দুটি ময়না পাখি উদ্ধারের পর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১০ আগস্ট) বিকেলে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ প্রজাতির ময়না এখন মহাবিপন্ন। এ ধরনের ময়না পাখি এখন আর দেখা যায় না।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই নতুন বাজারে বিক্রির সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কর্মকর্তারা পাখিগুলো উদ্ধার করে।
খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, উদ্ধারের পর পাখিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
এসময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, প্রশান্তি পার্ক পরিচালক আমিনুল ইসলাম খুকুসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আরএইচ/এএসএম