মেহেরপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে রকিবুদ্দীন, জামান, উজ্জ্বল ও সামসুল নামে চার দালালকে আটক করা হয়। রোববার (১৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হুমায়ন কবীর।
তিনি বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে কিছু দালাল রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে। এতে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীর আরও বলেন, অভিযান চলাকালে রোগীর পরীক্ষা-নিরীক্ষার কাগজসহ চার দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এছাড়া ভবিষ্যতে ফের এ কাজের সঙ্গে যুক্ত হলে বড় ধরনের সাজা দেওয়া হবে সতর্ক করা হয়। অভিযানে ডিবি পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
আসিফ ইকবাল/এমআরআর