কিশোরগঞ্জের ভৈরবে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের পঞ্চবটী গ্রামে দুলাল মিয়ার কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব বাজার ও ভৈরব নদী ঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত শ্রমিকরা হলেন শামসুদ্দিন (৫৫), মাছুম (২০), দ্বিন ইসলাম (২৮) ও শাকিব (২২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে হঠাৎ করে কয়েল কারখানার ডায়ার (এক ধরনের মেশিন) বিস্ফোরণে আগুন ধরে যায়। ওই সময় আগুন নেভাতে গিয়ে চার শ্রমিক দগ্ধ হন। আহতদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মকবুল হোসেন জানান, তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এসআর/এএসএম