আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ওডিসা বন্দরে যাচ্ছেন গুতেরেস, বিশ্ববাজারে শস্য আনাই লক্ষ্য
ইউক্রেনের ওডিসা বন্দর দেখতে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। এর আগে তিনি ইউক্রেন সফরে যান। চুক্তির মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের শস্য বিশ্ববাজারে আনাই তার মূল্য লক্ষ্য।
বালি যাচ্ছেন পুতিন-শি জিনপিং, দেখা হতে পারে বাইডেনের সঙ্গে
চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেবেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার সালমান রুশদির হামলাকারীর
সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারকে প্রথমবারের মতো আদালতে তোলা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আনা দ্বিতীয় ডিগ্রির হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
দ. কোরিয়ার প্রেসিডেন্টের ওপর চটেছেন কিমের বোন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে মুখ বন্ধ রাখতে বলেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। এর আগে ইউন সুক-ইওল উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে সহায়তা পাঠানোর একটি পরিকল্পনা ঘোষণা করেন। এতেই মূলত চটেছেন কিম জং উনের বোন।
যুদ্ধ থামাতে ইউক্রেনে এরদোয়ান-গুতেরেসের আলোচনা
চলমান যুদ্ধ বন্ধের উপায় ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রক্ষায় আলোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সুদানে বন্যায় ৭৭ জনের মৃত্যু, বহু ঘরবাড়ি বিধ্বস্ত
ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সুদানে ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার কারণে সাড়ে ১৪ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় কাউন্সিল সিভিল ডিফেন্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার উদ্বেগের জেরে দুই দিনের ব্যবধানে শুক্রবারও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দরপতন হয়েছে। শুক্রবার সকাল ৬টা ৫৮ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৬৮ সেন্ট অথবা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৯৫ দশমিক ৯১ ডলারে নেমেছে। এর আগে বৃহস্পতিবার ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধিতে স্থির ছিল দাম।
ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান
আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ এনেছে ফিনল্যান্ড। হেলসিংকির দাবি, দুটি রুশ মিগ–৩১ যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগরের উপকূলবর্তী শহর পোরভোর আকাশসীমায় অনুপ্রবেশ করে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচ-গানের ভিডিও ফাঁস
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের পার্টি করার ভিডিও ফাঁস হওয়ার পর ব্যাপক তোলপাড় চলছে দেশটিতে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, তিনি দেশটির কয়েকজন সেলিব্রেটি ও তার বন্ধুদের সঙ্গে নাচছেন ও গান গাইছেন। এই ঘটনায় বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছেন সানা মারিন। এক বিরোধী নেতার দাবি, তার ড্রাগ টেস্ট করা উচিত।
ক্যালিফোর্নিয়ায় দুই প্লেনের সংঘর্ষে নিহত ২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুটি প্লেনের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমান বন্দরে অবতরণের সময় প্লেন দুটির মধ্যে সংঘর্ষ হয়।
এমএসএম/এএসএম