দেশজুড়ে

বরিশালে যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর বান্দ রোড বহুমুখী সিটি মার্কেট সংলগ্ন একটি টিনশেড ভবন থেকে মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, যুবকটি মাদকাসক্ত ছিল। নেশার কারণে এক সপ্তাহ আগে ইকবালের স্ত্রী রাগ করে তাদের ১ বছরের কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। ফলে নেশার মাত্রা বাড়িয়ে দেয় ইকবাল। সোমবারের (১ ফেব্রুয়ারি) পর থেকে তার সঙ্গে কারো যোগাযোগ হয়নি। স্বজনরাও এ কয়দিন তার খোঁজ নেয়নি। আজ সকাল ৯ টায় ইকবালের স্বজনরা স্থানীয়দের  নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ইকবালের লাশের পাশে প্যাথেড্রিন ইনজেকশন পাওয়া গেছে। ওসি শাখাওয়াত হোসেন আরও জানান, ইকবালের মুঠোফোনের কললিস্ট থেকে সর্বশেষ সোমবার কথা বলার রেকর্ড রয়েছে। এসব থেকে বুঝা যায় তার মৃত্যু ৪/৫ দিন আগে হয়ে থাকতে পারে। কয়েক দিন মরদেহ পড়ে থাকার কারণে একটি কান ইদুর বা পোকা মাকড় কামড়ে ক্ষত সৃস্টি করেছে।ইকবালের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে সঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।সাইফ আমীন/এসএস