দেশজুড়ে

শৈলকুপা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি ওই গ্রামের লুৎফর রহমান চৌধুরীর ছেলে। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞিসাবাদ শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।এসএস/আরআইপি