দেশজুড়ে

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ফাঁস দিলেন যুবক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে সোহাগ (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৯ আগস্ট) গভীর রাতে ফতুল্লার সস্তাপুরের গাবতলা এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। সোহাগ একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

সোহাগের স্ত্রী রোমানা বলেন, আমার স্বামী গার্মেন্টসে চাকরি করতেন। হঠাৎ তার চাকরি চলে যাওয়ার সংসার চালানোর জন্য বিভিন্নজনের কাছ ঋণ নেন তিনি। নতুন করে চাকরি না হওয়ার ঋণ পরিশোধও করতে পারছিলেন না। এনিয়ে চিন্তাগ্রস্ত ছিলেন তিনি। সকালে বাড়ির দরজার সামনে থাকা আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।

সোহাগের মা সুফিয়া বেগম বলেন, তাকে ১০ বছরের শিশু অবস্থায় রেখে আমার স্বামী মারা যান। এরপর থেকে সোহাগ সংসারের হাল ধরে। গার্মেন্টসে কাজ করে সংসার চালাতো সে। এখন আমাদের কী হবে?

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস