নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিখোঁজের চারদিন মো. বাদল শেখ (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাদল শেখ বরিশালের বানারীপাড়ার বিশার কান্দি এলাকার মৃত বারেক শেখের ছেলে। তিনি সোনারগাঁয়ে একটি কোম্পানির ড্রেজারের বুস্টার মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
তার ভাই রবিউল বলেন, ‘বাদলের সঙ্গে শনিবার রাত ৯টায় শেষ কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জাগো নিউজকে বলেন, সকালে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
রাশেদুল ইসলাম রাজু/এসজে/জেআইএম