জাতীয়

রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাসের দাবি

রংপুর বিভাগের আট জেলায় গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, দেশের পিছিয়ে থাকা জনপদ আজকের রংপুর বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি ও খনিজ সম্পদে ভরপুর। কৃষি প্রধান অঞ্চল হয়েও একটি কারখানা প্রতিষ্ঠিত হয়নি।তারা বলেন, আমরা এর পরিবর্তন চাই। অসম বৈষম্য দূর করে অবিলম্বে রংপুর বিভাগের আট জেলায় গ্যাস সরবরাহ করতে হবে।এছাড়াও দিনাজপুরে ক্যাডেট কলেজ স্থাপন, দিনাজপুর ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, পঞ্চগড় জেলাকে পর্যটন এলাকা ঘোষণা, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্ধরে রূপান্তর, নীলফামারী ইপিজেডকে পূর্ণাঙ্গ ইপিজেডে চালু, লালমনিরহাটকে শিল্প নগরী ঘোষণা, বুড়িমারী স্থলবন্দরকে অাধুনিকরনের ব্যবস্থা, কুড়িগ্রামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রংপুর হতে কালিগঞ্জ, বগুড়া হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সরাসরি রেলপথের দাবিও জানান তারা।সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ নূরুল নবী প্রমুখ।এএস/এমজেড/এমএস