আন্তর্জাতিক

তাইওয়ানে ভূমিকম্পে ধসে পড়া ভবনে অাটকা শতাধিক

তাইওয়ানের তাইনান শহরে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ১৭ তলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো শতাধিক মানুষ আটকা রয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে ১২৪ জন আটকা পড়েছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় তাইনান শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে।তাইনানের মেয়র লাই চিং তে বলেন, ১৭ তলা ওই ভবনে আটকা পড়াদের মধ্যে অনেকেই এখন বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন উদ্ধারকারী কর্মকর্তারা। এদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশুও রয়েছে।ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত প্রায় ৩৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় পাঁচশ মানুষ। এদের মধ্যে অন্তত ৯২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ প্রযুক্তির সরঞ্জামসহ উদ্ধারকাজে অন্তত ৪০০ সেনাসদস্য অংশ নিয়েছে। বিশ লাখ মানুষের ওই শহরটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য আশ্রয়স্থল তৈরি করছে সেনাবাহিনী। এছাড়া ফায়ার সার্ভিসের ১২ শ কর্মকর্তা উদ্ধার কাজে অংশ নিয়েছে।এসআইএস/এমএস