দেশজুড়ে

পানির নিচে রেললাইন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

কয়েকদিনের টানা বৃষ্টিতে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ। বুধবার (১৪ সেপ্টেম্ব) সকালে দুটি ট্রেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ এসে যাত্রী নিয়ে আবার নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পরে আর কোনো ট্রেন নারায়ণগঞ্জে আসেনি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

বিকেলে সরেজমিন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কেন্দ্রীয় রেলস্টেশনে দেখা যায়, ট্রেনের জন্য যাত্রীরা অপেক্ষা করছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো ট্রেনের দেখা মিলছে না। কোনো কোনো যাত্রী ট্রেন না পেয়ে বিকল্প পথে যাতায়াত করছেন।

আজমল হোসেন নামের এক যাত্রী জাগো নিউজকে বলেন, ‘স্টেশনে এসে শুনলাম সকালে দুটি ট্রেন নারায়ণগঞ্জ থেকে গিয়েছিল। এরপর আর কোনো ট্রেন আসেনি। তখন থেকেই বসে রয়েছি। স্টেশন কর্তৃপক্ষ বলছে, লাইন ঠিক হলে আবার ট্রেন চলাচল করবে। তাই বসে রয়েছি যদি ট্রেন চলাচল করে তাহলে যাবো। আমার মতো যাত্রীদের জন্য ট্রেন ছাড়া যাতায়াতের কোনো উপায় নেই। কারণ বাসে অনেক ভাড়া নেয়।’

হাজেরা নামের আরেক যাত্রী বলেন, ‘আমি সবসময় ট্রেনেই ঢাকায় যাতায়াত করে থাকি। ট্রেনে যাতায়াত করা আমার জন্য সুবিধাজনক। বাসে গেলে অনেক ভোগান্তির শিকার হতে হয়। কিন্তু এখানে এসে শুনলাম কোনো ট্রেন চলাচল করছে না। তাই বসে রয়েছি।’

সকালে অফিসের কাজে বাসে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসেন বেসরকারি চাকরিজীবী আমির হোসেন। ট্রেনে করে ঢাকায় ফিরতে স্টেশনে আসেন। এসে দেখেন ঢাকায় কোনো ট্রেন যাচ্ছে না।

আমির হোসেন জাগো নিউজকে বলেন, ‘মনে করেছিলাম বিকেলে ট্রেনে চলে যাবো। কারণ বাসে অনেক ভাড়া নেয়। কিন্তু স্টেশনে এসে কোনো ট্রেনের দেখা পাইনি। স্টেশন কর্তৃপক্ষ বলছে, শ্যামপুর এলাকার রেললাইন নাকি পানিতে তলিয়ে গেছে। তাই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আবার কখন ট্রেন চলাচল করবে তা নিশ্চিত করে বলতে পারছে না। ভাড়া বেশি দিয়ে বাসে করেই ঢাকা যেতে হবে।’

রেলওয়ে সূত্র বলছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মোট ৮ জোড়া ট্রেন চলাচল করে। সম্পতি বাসের ভাড়া বাড়ানোর পর থেকেই প্রায় প্রত্যেকটি ট্রেনেই যাত্রীদের অনেক চাপ বেড়েছে। প্রতিদিনই প্রায় অর্ধলক্ষাধিক লোক ট্রেনে করে চলাচল করেন।

চাষাঢ়া স্টেশন মাস্টার খাজা সুজন জাগো নিউজকে বলেন, ‘সকালে দুটি ট্রেন ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসেছিল। সেইসঙ্গে দুটি ট্রেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা গিয়েছিল। পরে শ্যামপুর রেলস্টেশন এলাকার রেললাইনে পানি জমে যাওয়ায় এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইন থেকে পানি নেমে গেলেই ট্রেন চলাচল করবে।’

নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর কারণ হচ্ছে শ্যামপুর রেলস্টেশন এলাকার রেললাইনে পানি উঠেছে। পানির কারণে সকাল ও বিকেলের শিডিউল বাতিল করা হয়েছে। পানি নেমে গেলেই ট্রেন চলাচল করবে।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম