সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেককে সভাপতি ও পৌরমেয়র গোলাম কবির মোল্লাকে সাধারণ সম্পাদক করে ধামরাই উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। এর মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর ধামরাই উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হলো। ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর বেনজির আহমেদ সভাপতিত্ব গ্রহণ করেন। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি এম এ মালেককে পুনরায় সভাপতি হিসেবে ঘোষণা করেন।
পরে সাধারণ সম্পাদক হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সিরাজের নাম আসে।
তাদের সমঝোতার জন্য কিছুটা সময় দেওয়া হয়। তবে তারা সমঝোতায় ব্যর্থ হওয়ায় কেন্দ্রের শীর্ষ নেতারা আলোচনা করে গোলাম কবির মোল্লাকে সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন সাকুকে সহ-সভাপতি ও খালেদ মাসুদ খান লাল্টুকে ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
মাহফুজুর রহমান নিপু/এসআর/জিকেএস