বিএনপিসহ যেসব দল এ মুহূর্তে বিরোধী ভূমিকায় সরব রয়েছে সরকার তাদের বিভক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিনেমন রেস্টুরেন্টে দলের নারায়ণগঞ্জ জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমাদের দলের জাতীয় পর্যায়ের অনেক নেতাকে লোভ দেখানো হয়েছে। কিছু ব্যক্তি পথভ্রষ্ট হয়ে সরকারের আজ্ঞাবহ জাতীয় পার্টি, বিকল্প ধারার মত দলের সঙ্গে যোগ দিয়ে হালুয়া রুটির ভাগ নেওয়ার চেষ্টাও করছে। কিন্তু এনডিএমের নেতাকর্মীরা এ সরকারকে বিদায়ের জন্য ঐক্যবদ্ধ আছেন। আগামী দিনে আমাদের সরকার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের নেতাকর্মীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দুই পরিবারের বাইরেও এদেশে আমরা আছি। ২০১৪ সালে যেমন আপস করি নাই, ঠিক একইভাবে ২০১৮ সালের নির্বাচনের আগেও সরকারের বিভিন্ন সংস্থার লোভনীয় হাতছানিতে পথভ্রষ্ট হইনি। যুক্তফ্রন্ট থেকে জামাই-শ্বশুর হয়ে আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে। তারুণ্যের সঙ্গে এবং এ দেশের মেহনতি মানুষের ঘামের সঙ্গে আমি প্রতারণা করি নাই।
শামীম ওসমানের ‘খেলা হবে’ বক্তব্যের ইঙ্গিত করে ববি হাজ্জাজ বলেন, যারা প্রকাশ্যে সন্ত্রাসের আহ্বান জানান জাতির সঙ্গে ‘খেলা হবে’ বলে হুশিয়ারি দেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এ শহরের ইজ্জত এবং ঐতিহ্য রক্ষা করতে হবে। আমরা নারায়ণগঞ্জের মাটি থেকে সন্ত্রাসী লালন পালনকারীদের বিতাড়িত করবো।
এনডিএম নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মিঠু আলীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুল আমিল লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম