ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাড়ি ফেরার পথে চুনাঘাটা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জাগো নিউজকে জানান, এখন পর্যন্ত থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/জেএস/জিকেএস