দেশজুড়ে

তৃতীয় শীতলক্ষ্যা সেতু: প্রথমদিনে টোল আদায় ৫৯ হাজার টাকা

নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতু তথা বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান সেতু উদ্বোধনের পর সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত ৫৮ হাজার ৯৪৫ টাকা টোল আদায় হয়েছে। সেই সঙ্গে এসময়ে সেতুটি দিয়ে প্রায় দেড় হাজার যানবাহন যাতায়াত করেছে।

নারায়ণগঞ্জ জেলা ও সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, আমাদের দুই শিফটে টোল আদায় শেষ হয়েছে। একটি শিফট সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত, আরেকটি শিফট ছিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই দুই শিফটে মোট টোল আদায় হয়েছে ৫৮ হাজার ৯৪৫ টাকা। সেইসঙ্গে যানবাহনে সংখ্যা ছিল প্রথম শিফটে ৪৪১টি আর দ্বিতীয় শিফটে ১ হাজার ৬৩টি।

এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করেন। সেতু উদ্বোধনের পর সারাদিন টোল উন্মুক্ত ছিল। রাত ১২টা এক মিনিটে যানবাহন চলাচলে টোল আদায় শুরু করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ। নতুন এ সেতু উদ্বোধন হওয়ায় যাত্রীদের পাশাপাশি যানবাহন চালকরাও খুশি।

হাসমত আলী নামে এক ট্রাক চালক বলেন, নতুন এ সেতু হওয়ার কারণ আমরা যানজটমুক্ত পরিবেশে চলাচল করতে পারবো। যা আমাদের অনেক স্বস্তির বিষয়। এই সেতুটি বাস্তবায়ন হওয়ায় পদ্মা সেতুর সঙ্গে সেতুটি ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। শহর ও বন্দরের সড়ক পথের দূরত্ব কমে আসলো এক ঘণ্টা। পাশাপাশি যানজট ও ভোগান্তি অনেকটা কমে আসবে।

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর প্রকল্প পরিচালক মো. কবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, রাত ১২টা এক মিনিট থেকে সড়ক ও জনপদ বিভাগ সেতুটির টোল আদায় শুরু করে। টোলের মূল্য গণমাধ্যমে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকার যৌথ অর্থায়নে ১ হাজার ২৫৩ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০৮ কোটি টাকা। সেতুতে বিভিন্ন যানবাহনে টোল নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে হেভি ট্রাক ৬২৫ টাকা, কন্টেইনারবাহী ট্রাক ৫০০, দুই এক্সেলবিশিষ্ট ট্রাক অথবা বাণিজ্যিক ব্যবহৃত ট্রাক্টরের টোল ২৫০, চালক ব্যতীত ৩১ আসনবিশিষ্ট মোটরযানের টোল ২২৫, তিন টন যানবাহন ১৯০, কৃষিকাজে ব্যবহৃত যানবাহনের জন্য টোল ১৫০, মিনিবাসের জন্য ১২৫ ও মাইক্রোবাসের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ব্যক্তিগত প্রাইভেটকারের জন্য টোল ৬৫ টাকা, সিএনজি-অটোরিকশা-অটোভ্যান, থ্রি হুইলারের টোল ২৫ টাকা। বাইকের টোল ১৫ টাকা। প্যাডেলচালিত রিকশা ও বাইসাইকেলের জন্য টোল ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এমএস