খেলাধুলা

সেই সাব্বিরের ব্যাটই আজ তলোয়ার

যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বৃহস্পতিবার মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।বছরের শুরু থেকেই সাফল্যের হাতছানি। ইতিহাস সৃষ্টি করে নতুন ইতিহাসের সন্ধানে মেহেদী হাসান মিরাজরা। প্রথমবারের মত যে কোন পর্যায়ের যে কোন বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। এবার স্বপ্নটা আরও অনেক বড়। সেমির গণ্ডি ছাড়িয়ে দষ্টি সীমায় এখন শুধুই ফাইনাল। তাতে তৈরী হবে আরেক ইতিহাস। স্বপ্ন পুরনের আরেকটি ধাপ।সেই স্বপ্ন আর ইতহাসের সামনে মিরাজদের বড় বাধা ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে ওই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই স্বপ্নের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করে ফেলবে বাংলাদেশের যুব ক্রিকেটাররা। এই তো মাত্র ক`দিন আগেই ক্যরিবীয় যুবাদের বলে কয়ে হারিয়েছে মিরাজরা। করেছে হোয়াইটওয়াশ। যার তরতাজা স্মৃতি সঙ্গী করে সেমির লড়াইয়ে মাঠে নামবে মিরাজরা।কিন্তু বিশ্ব ক্রিকেটে অন্যতম আনপ্রেডিক্টেবল দল ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাসও তাদের অনেক সমৃদ্ধ। যুবাদের সেরা এই আসরে এর আগে চার বার সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে তাদের। এমনকি ২০০৪ সালে বাংলাদেশের মাটিতে ফাইনালও খেলেছিল তারা। তাই মাঠে যখন-তখন যে কোন কিছু করে ফেলায় তাদের জুড়ি মেলা ভার। গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও ম্যানক্যাডিং করে পায় লজ্জাজনক জয়। তবে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে আনপ্রেডিক্টেবল নামের সার্থকতা ধরে রাখে তারা।এআরএস/এমআর/আরআইপি