ধাঁধা :১. ‘কোন সে নারী যার নামে নদী, যে নারীকে কৃষ্ণ করেছিল সাদি।’২. ‘কোন নারী আপন স্বামীকে, চিবিয়ে খেলো বাসর ঘরে।’৩. ‘কোন পুত্রের হলো মরণ, নিজ পিতার হাতে। যে পিতাকে আমরা সবাই প্রণাম করি প্রাতে।’ ৪. ‘প্রেমের প্রতীক এক পাঁচ অক্ষরের নাম। শেষের তিন ছেড়ে দিলে, অনেক তার দাম।’উত্তর : ১. কালিন্দী২. রাক্ষসী৩. শ্রীকৃষ্ণ৪. তাজমহলএসইউ/আরআইপি