দেশজুড়ে

নারীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছাড়ার হুমকি, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জে নারীর অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি মামলায় আশিক দেওয়ান ওরফে আদনান (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশিক দেওয়ান গাজীপুরের জয়দেবপুর থানার মৌচাক ভান্ডারা এলাকার আজাদ দেওয়ানের ছেলে। তিনি ফতুল্লা মডেল থানার পিলকুনি পাঁচতলা উকিল বাড়ির মোড়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‍্যাব-১১ এর উপ-পরিচালক ও স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম।

র‍্যাব জানায়, ভিকটিমের সঙ্গে ফেসবুকে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় আশিকের। আশিক ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করেন। পরে টাকার দাবিতে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ঢাকার নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন ওই নারী। পরে আসামিকে গ্রেফতার করে র‍্যাব।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস