আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকর

উত্তর কোরিয়ার সেনাপ্রধান রি ইয়ং-গিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে চলতি মাসের শুরুর দিকে তার দণ্ড কার্যকর করা হয়।দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাপ্রধান রি ইয়ং গিলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে পিয়ং ইয়ং। গত সপ্তাহে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরা যায় সে বিষয়ে আলোচনা হয়। সেখানে দলীয় লেজুড়বৃত্তি ও ষড়যন্ত্রে জড়িত থাকার বিষযে সমালোচনা হয় সেনাপ্রধানের। এরপরই তার মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে।দেশটির সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে সেনাপ্রধানের মৃত্যদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০১৩ সালে নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখতে নিজের চাচাকে কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এছাড়া গত বছরের মে মাসে দেশটির প্রতিরক্ষা প্রধানকেও গুলি করে হত্যা করা হয়।এসআইএস/এমএস