গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এসএ গেমসের পুরুষ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে গুয়াহাটির সাই স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে। ম্যাচের তৃতীয় মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। নেপালকে এগিয়ে দিয়েছিলেন অনন্ত তামাং। ৪০ মিনিটে বাংলাদেশকে ম্যাচে ফেরান রায়হান হাসান। প্রথমার্ধের শেষ মিনিটে লাল-সবুজ জার্সিধারীদের এগিয়ে দেন জীবন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল ভুটানের বিপক্ষে। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে ভারতের বিপক্ষে।আইএইচএস/পিআর