বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরু হয়ে বিরামহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে গণনা। রাতভর ভোট গণনা শেষে আগামীকাল শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ভানু রঞ্জন দাস। তিনি জানান, জেলা আইনজীবী সমিতির মোট ৭৯৭ জন ভোটারের মধ্যে ১৬ জন অসুস্থ ও বয়স্ক ভোটার ভোট দিয়েছেন কমিশনে (নির্বাচন কর্তারা ভোটারের বাসায় গিয়ে ভোট গ্রহণ করেন)। এই ১৬ জনসহ মোট ৭০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলা আইনজীবী সমিতি নির্বাচনে প্রতিবার প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিপন্থি প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও এবার সম্মিলিত আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ নামে পৃথক দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী সমর্থক আইনজীবীরা। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করেছে ২০ দলীয় জোট সমর্থিত আইনজীবীরা। আওয়ামী লীগ সমর্থিত দুটি এবং বিএনপি সমর্থিত একটি প্যানেলের মোট ৪৩ জন প্রার্থী ১৬টি পদে নেতা নির্বাচিত হওয়ার লড়াইয়ে অবতীর্ন হন। সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট গ্রহণ, গণনা এবং ঘোষণা পর্যন্ত আদালত প্রাঙ্গনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন কোতয়ালি থানা পুলিশের ওসি মো. সাখাওয়াত হোসাইন।সাইফ আমীন/ এমএএস/পিআর