কয়েক দিন আগেই স্টিভ ওয়কে ‘স্বার্থপর’ বলে বোমা ফাটিয়েছিলেন অসি কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। এবার তার জবাব দিলেন স্টিভ ওয়াহ। প্রথমে অবশ্য বলেছিলেন, ‘তার কথার জবাব দিয়ে নিজের সিদ্ধান্তের সত্যতা প্রমাণ করতে চাই না।’ কিন্তু পরে বললেন অনেক কথাই। কেন বাদ দেওয়া হয়েছিল শেন ওয়ার্নকে। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে শুধু শেন নয়, যে কোনও খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া সহজ নয়। এটা যেভাবে শেনকে বলা কঠিন তেমনভাবে অ্যাডাম ডেল বা গ্রেগ ব্লিউয়েটকে বলাও কঠিন। দলের স্বার্থে এরকম অনেক খেলোয়াড়কে বলতে হয়েছে যে তুমি আজ খেলছ না।’ওয়ার্ন প্রায় ১৭ বছর আগের তার দল থেকে বাদ পড়ার জন্য স্টিভ ওয়ার দিকে এতদিনপর আঙুল তুললেন। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ টেস্ট শেন ওয়ার্নকে দল থেকে বাদ দেওয়ার জেরেই স্টিভকে ‘স্বার্থপর’ বলে মন্তব্য করেন ওয়ার্ন। যা ক্রিকেটবিশ্বে রীতিমত হইচই ফেলে দিয়েছে। দুই তারকার সম্পর্ক যে কখনও ভাল ছিল না, তা প্রায় সবারই জানা; কিন্তু সেই দূরত্ব যে এখনও কমেনি, তা ওয়ার্নের এই মন্তব্য থেকেই বোঝা যায়।শেন ওয়ার্নের কড়া মন্তব্যের পর চুপ থাকাটা যেন অশোভনই দেখাচ্ছিল স্টিভের জন্য। এমন অবস্থায় তখনকার অধিনায়ক হিসেবে তিনিও মুখ খুলতে বাধ্য হলেন। ওয়াহ বলেন, ‘একজন অধিনায়কের জন্য এটাই সবচেয়ে কঠিন কাজ; কিন্তু এটাও মনে রাখতে হবে আপনি একজন অধিনায়ক। আপনাকে দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। আর প্রস্তুত থাকতে হবে যে, আপনি কখনও সকলের কাছে ভাল হতে পারবে না।’শেন ওয়ার্ন বলেছিলেন, ‘আমি স্টিভকে পছন্দ করি না তার পেছনে অনেক কারণ আছে; কিন্তু আসল কারণ ও স্বার্থপর।’ ৫৭টি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া স্টিভ জানতেন, অধিনায়ক হিসেবে তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এ কারণে তিনি বলেন, ‘একজন অধিনায়ক বা লিডার হিসেবে মনেহয় আমার সিদ্ধান্তকে মানুষ সম্মান দিচ্ছে কি না। কখনও সাহস করেই কঠিন সিদ্ধান নিতে হয়েছে আবার কখনও অবস্থার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়েছে। দিনের শেষে তুমি একজন লিডার। মানুষ তোমার সিদ্ধান্তের দিকেই তাকিয়ে।’ অতীতে স্টিভ এটা স্বীকার করে নিয়েছিলেন, সেই সময় শেনকে দলকে বাদ দেওয়াটা তাদের বন্ধুত্ব নষ্টেরও কারণ।আইএইচএস/এবিএস