বিনোদন

মাছরাঙায় নিশো-মেহজাবীনের ভালোবাসার গল্প

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে ভালোবাসার নাটক ‘ব্রেক-আপ ব্রেক-ডাউন আফটার ম্যারেজ’। অঞ্জন সরকার জিমির রচনায় এটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ। এতে মূল দুটি চরিত্রে দেখা যাবে অভিনেতা আফরান নিশো ও লাক্স সুন্দরী মেহজাবীন চৌধুরীকে।এর গল্পে দেখা যাবে- রোহান ও ওয়ারিশা দম্পতি। বরাবরই খুব সাধারণ বিষয় নিয়ে ওয়ারিশা ঝগড়া করে। দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে রোহানের জন্য নানারকম গিফ্ট কিনে নিয়ে আসে ওয়ারিশা। কেক নিয়ে আসে রোহান। সেই কেকের উপরে লেখা ‘তৃতীয় বিবাহ বার্ষিকী’। এ নিয়ে ওয়ারিশা রীতিমত তুলকালাম বাঁধিয়ে দেয়। একদিন সে রাগ করে ঘর থেকে বের হতে যাচ্ছে, ঠিক তখনই ওয়ারিশার মা এসে ওদের বাসায় উপস্থিত হন। তিনি তার স্বামীর সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে এসেছেন। আসলে তারা মা ও মেয়ে একই স্বভাবের। তাদের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সবসময় কথার উল্টো মানে খুঁজে বের করে অকারণেই ঝগড়া করে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটক।৪ ফেব্রুয়ারি রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন কায়েস চৌধুরী, শেলী আহসান প্রমুখ। এলএ