রাজধানীর গুলশান-বনানীতে ৪৮ ঘণ্টার মধ্যে লাইসেন্সবিহীন মদ ও বিয়ার বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে।সোমবার এক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।ডিএমপি কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক ও পরিচালককে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।