খেলাধুলা

বাংলাওয়াসের লক্ষে ব্যাটিংয়ে টাইগাররা

সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে জিম্বাবুয়ের ছুঁড়ে দেয়া মাত্র ১২৯ রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর ওয়ানডেতেও বাংলাওয়াসের (হোয়াইটওয়াস) স্বাদ পাবে টাইগাররা।শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৫৮ রান। ব্যাট করছেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম।এর আগে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ১২৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ভুসি সিবান্দা করেন ৩৭ রান। এ দুই ব্যাটসম্যান ছাড়া সফরকারীদের আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি। বাংলাদেশের পক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম হ্যাট্রিকসহ নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান ৩টি, লেগ স্পিনার জুবায়ের হোসেন ২টি ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ১টি উইকেট নেন।বাংলাদেশ দলে সিরিজের শেষ ওয়ানডেতে এসেছে দুটি পরিবর্তন। ইমরুল কায়েসের জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। রুবেল হোসেনের জায়গায় তাইজুল ইসলাম।উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশ দল ৪-০ তে এগিয়ে আছে।