রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শফিউল ইসলাম হত্যাকাণ্ডের বিচারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যার হরতালের সমর্থনে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সেমবার সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী এলাকায় এই মিছিল করে।সকালে মণ্ডলের মোড় থেকে মিছিলটি শুরু করে মিতা স্টুডিওর পাশ দিয়ে ঢাকা-রাজশাহী মূল সড়কে উঠতে চাইলে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে ও বাধা প্রদান করে। মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সিনিয়ার সহ-সভাপতি আহসানুজ্জামান অলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহিসহ সংগঠনটির শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের প্রকৃত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি, পিএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের, বিসিএস পরীক্ষায় দলীয় কর্মীদের নিয়োগ দেওয়া বিষয়ে এইচটি ইমামের বক্তব্যর প্রতিবাদে ও শিক্ষাপ্রতিষ্ঠানে সকল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত ও ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে গত শুক্রবার নগরীতে এই হরতালের ডাক দেয় রাবি শাখা ও মহানগর শাখা ছাত্রদল।