সিরিজ নির্ধারণী ম্যাচ বিশাখাপত্তমে। প্রথম ম্যাচে অসাধারণ জয় দিয়ে সিরিজ শুরু করা শ্রীলংকা সম্ভবত হারছেই সিরিজটা। কারণ বিশাখাপত্তমে মাত্র ৮২ রানে অলআউট হয়ে গিয়েছে লংকানরা।পুনেতে প্রথম ম্যাচে লংকানদের কাছে বাজেভাবে হারের পর রাঁচিতে দুর্দান্ত জয় দিয়ে সিরিজে ফেরে ভারত। সেই জয়ই উজ্জীবিত করে তোলে ধোনির দলকে। যার ফলে বিশাখাপত্তমে লংকান ব্যাটিং লাইনআপের ওপর রীতিমত স্টিমরোলার চালান ভারতীয় বোলাররা। যে কারণে টস হেরে ব্যাট করতে নামা লংকান ব্যাটিং লাইনআপ ১৮ ওভার খেলে অলআউট হয়ে গেছে মাত্র ৮২ রানে।টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা; কিন্তু দলটি এখন যেন ভাঙা হাট। বলার মত কোন ক্রিকেটার নেই। প্রথম ম্যাচে চমক দেখাতে পারলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পরের ম্যাচগুলোতে। সিরিজের শেষ ম্যাচে এসে একা এক আশিষ নেহরার হাতেই নাকাল হয়েছে তারা।দাসুন সানাকা আর থিসারা পেরেরা ছাড়া তো শ্রীলংকার কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরও ছুঁতে পারেনি। সানাকা ১৯ এবং পেরেরা করেন ১২ রান। বাকিদের রান পাশাপাশি বসালে হবে একটি টেলিফোন নাম্বার। আশিষ নেহরা নেন ৮ রানে ৪ উইকেট। জাদেজা নেন ২০ রানে ২ উইকেট এবং বুমরাহ একটি। বাকিটি রানআউট।জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৫ রান। ক্রিজে রয়েছেন ১৬ রান নিয়ে ধাওয়ান ৪ রান নিয়ে রাহানে। ১৩ রান করে আউট হন রোহিত শর্মা।আইএইচএস/এমএস