জয়পুরহাটের কালাইয়ে ধান মাড়াই মেশিনের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকালের দিকে কালাই উপজেলায় জিন্দাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল উপজেলার জিন্দাপুর পশ্চিম পাড়া গ্রামের রাজু মিধার ছেল।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু রাকিবুল বাড়ির সামনে খেলা করছিল। হঠাৎ রাস্তা পারাপারের সময় ধান মাড়াই মেশিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে শরীরের ডান পাশে গুরুতর আঘাত পায়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রতিবেশীরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা গেছে।
রাশেদুজ্জামান/এমকেআর/এমএস