আন্তর্জাতিক

অচলাবস্থায় দ. কোরিয়ায় মার্কিন বিমানঘাঁটি

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অসান এয়ার ফোর্সের ঘাঁটিতে সোমবার অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ওই ঘাঁটির কাছের একটি উচ্চ বিদ্যালয়ে সম্ভাব্য বন্দুক হামলার খবরে বিপদ সংকেত বাজানোর পর এ পরিস্থিতির উদ্ভব হয়। তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, এটি একটি ভুয়া বিপদ সংকেত হতে পারে।অসানে ৫১ ফাইটার উইং ঘাঁটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পরিবেশিত এক বার্তায় বলেছে, আমরা সেখানে সম্ভাব্য বন্দুক হামলার খবর পেয়েছি।ওই বার্তায় আরও বলা হয়, সেখানে একটি পরিমাপক যন্ত্র বসানো হয়েছে এবং ওই এলাকায় দ্রুত নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।জানা গেছে, সিউলের প্রায় ৬৫ মাইল দক্ষিণে অবস্থিত অসান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২৮ হাজার ৫০০ সামরিক সদস্য রয়েছে। তারা সেখানে স্থায়ীভাবে অবস্থান করছে।এদিকে ওই বিদ্যালয়ের অধ্যক্ষ এক বিবৃতিতে বলেছেন, সম্ভাব্য ভুয়া এ হামলার হুমকিতে সতর্কতামূলকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।