বাংলাদেশ চাইলে ভারতের অতিরিক্ত উৎপাদন থেকে দেবে বিদ্যুৎ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ত্রিপুরার পালাটানায় ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সহযোগিতা না করলে এই বিশাল বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা খুব দুরূহ হতো। এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান।দশ হাজার কোটি রুপি ব্যয়ের মাধ্যমে এই ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ভারত বংলাদেশের কাছে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালাানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক -ই-এলাহী চৌধুরী।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে জ্বালানি সহযোগিতা চুক্তির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ এবং ভারত সহযোগিতা পালাটানা বিশাল বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে এই অঞ্চলের উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে এই উদাহরণ সৃষ্টি করেছে।তিনি বলেন, আমরা দুটি দেশ মিলে যদি এই ধরনের একটি বড় প্রকল্প নির্মাণ করতে সক্ষম হই তাহলে সার্কের সকল দেশ মিলে আরও অনেক বড় কাজ করতে পারবো।এ সময় নরেন্দ্র মোদি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, শিল্প, পর্যটন, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর সরকারের নেয়া অন্যান্য উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন। - বাসস